শাহজালাল থেকে ১০ সোনার বার উদ্ধার
রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০টি সোনার বার উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আজ সোমবার রাতে বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
তিনি জানান, আজ বিমানবন্দরের ৫ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকার কাছে একটি ডাস্টবিনের ভেতর কালো স্কচ টেপে মোড়ানো ২টি সন্দেহজনক বস্তু পাওয়া যায়। পরে সেগুলোর ভেতর থেকে ১০টি সোনার বার পাওয়া যায়। বারগুলোর প্রত্যেকটির ওজন ১১৬ গ্রাম করে। সবমিলিয়ে এগুলোর ওজন প্রায় ১ কেজি ১৬০ গ্রাম এবং এর বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
'উদ্ধারকৃত সোনার বারগুলো শুল্ক গুদামে জমা দেওয়ার হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে', বলেন তিনি।
Comments