জুনে আরও শত সেতু উদ্বোধন, নভেম্বরে বিআরটিসিতে আসছে ১০০ বৈদ্যুতিক বাস: কাদের

ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আগামী জুন মাসে আরও শত সেতুর উদ্বোধন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরও জানান, নভেম্বরে বিআরটিসির বহরে যুক্ত হবে ১০০ বৈদ্যুতিক বাস।

'চলতি অর্থবছরে তেজগাঁও পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজ সম্পন্ন করতে পারব। সেই লক্ষ্যে আমাদের কাজ এগিয়ে চলছে,' বলেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের দপ্তরে ময়মনসিংহের কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্পের পরমর্শক সেবা সংক্রান্ত চুক্তি অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, 'আগামী জুনে ১০০ সেতুর উদ্বোধন। আমরা আগে ১০০ সেতুর উদ্বোধন করেছি। আগামী জুনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০০ সেতুর উদ্বোধন করতে পারবেন। আগামী নভেম্বর নাগাদ আমরা ঢাকা সিটিতে বিআরটিসির বহরে ১০০ এসি ডাবল ডেকার ইলেকট্রিক বাস ঢাকা ও বাংলাদেশে প্রথম "সিটি সার্ভিস" হিসেবে চলবে।'

'আমরা নভেম্বরের মধ্যে প্রথম চালান পাব বলে আশা করছি,' বলেন কাদের।

Comments

The Daily Star  | English

At least 16 killed as Pakistan-India tensions intensify

8 killed in Pakistan, 3 killed in Indian Kashmir in shelling from both sides

6h ago