শোভাযাত্রা বাদ, রমজানের ভাবগাম্ভীর্য রক্ষা করে স্কুল-কলেজে নববর্ষ উদযাপনের নির্দেশ

পহেলা বৈশাখে রমজানের ভাবগাম্ভীর্য রক্ষা করে দেশের সব স্কুল-কলেজে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর।

পহেলা বৈশাখে রমজানের ভাবগাম্ভীর্য রক্ষা করে দেশের সব স্কুল-কলেজে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার মাউশির জারি করা এক আদেশে বলা হয়, নববর্ষ উদযাপন অনুষ্ঠান জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে। অনুষ্ঠানে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষা করতে হবে।

এর আগে, গত মঙ্গলবার আরেকটি আদেশে দেশের সব স্কুল-কলেজে আবশ্যিকভাবে র‍্যালি করে নববর্ষ উদযাপন করার নির্দেশ দেওয়া হয়েছিল।

আজকের আদেশে র‍্যালির বিষয়টি উল্লেখ নেই এবং এতে আগের দিনের নির্দেশনা বাতিলের কথা বলা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের পবিত্রতা রক্ষা করে ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে। 

এ প্রসঙ্গে জানতে চাইলে মাউশির মহাপরিচালক নেহাল আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'রোজা ও গরমের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

নববর্ষের অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি বাধ্যতামূলক কি না, জানতে চাইলে তিনি বলেন, 'এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।'

Comments