মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের নতুন চেয়ারপারসন মাহফুজ আনাম

বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
মাহফুজ আনাম। ছবি: স্টার

বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।

গতকাল মঙ্গলবার মিডিয়া ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়।

দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান ২১ বছর মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারপারসন ছিলেন।

গত ৫ এপ্রিল ভোররাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। রোকিয়া আফজাল রহমানের স্থলাভিষিক্ত হলেন মাহফুজ আনাম।

গত ৩০ বছর ধরে দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। ১৯৯১ সালের ১৪ জানুয়ারি যাত্রা শুরু করা পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ছিলেন এস এম আলী। পত্রিকাটির সহপ্রতিষ্ঠাতা মাহফুজ আনাম ছিলেন নির্বাহী সম্পাদক।

১৯৭২ সালের মার্চে বাংলাদেশ অবজারভার পত্রিকায় সাংবাদিকতা জীবন শুরু করেন মাহফুজ আনাম। পরবর্তীতে ১৯৭৪ সালে তিনি বাংলাদেশ টাইমসের সহকারী সম্পাদক হন।

Comments