সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট

ঈদুল ফিতর উপলক্ষে ছুটি শুরু হয়ে যাওয়ায় কর্মস্থল থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ফলে যানবাহনের চাপ বেড়েছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। মহাসড়কটিতে যানবাহনের বাড়তি চাপ থাকলেও যানজট নেই।
আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়কে এ চিত্র দেখা যায়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন ইয়াজদানী বিকেলে দ্য ডেইলি স্টারকে জানান, উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২টি জেলার যানবাহন চলাচল করে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক হয়ে। ঈদের ছুটি শুরু হওয়ায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছে মানুষ। ফলে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে আজ বুধবার ভোর ৬টা পর্যন্ত মোট ৩০ হাজার ২৫১টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পার হয়েছে। আমরা সার্বক্ষণিক মহাসড়কে দায়িত্ব পালন করে যাচ্ছি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবীর জানান, অতিরিক্ত চাপের ফলে সয়দাবাদ, কড্ডা ঝাঐল ও পাচলিয়া এলাকায় যানবাহন কিছুটা ধীরে চললেও যানজট নেই। যান চলাচল স্বাভাবিক রাখতে ২২ কিলোমিটার মহাসড়কে প্রায় ৮০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে যাত্রী পরিবহন করতে দেখা গেছে এই মহাসড়কে।
Comments