সাড়ে ৩ ঘণ্টা দেরিতে ঢাকা ছাড়ল সোনার বাংলা ট্রেন

ট্রেনটি সকাল ৭টায় স্টেশন ছাড়ার কথা ছিল।
ছবি: সংগৃহীত

কারিগরি ত্রুটির কারণে সাড়ে ৩ ঘণ্টা পর অবশেষে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ঢাকা) শফিকুর রহমান আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বলেন, ট্রেনটি সকাল ১০টা ২৫ মিনিটে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।

ট্রেনটি সকাল ৭টায় স্টেশন ছাড়ার কথা ছিল।

রেল সূত্রে জানা যায়, গত রোববার কুমিল্লার হাসানপুর স্টেশনে দুর্ঘটনায় পড়ে সোনার বাংলা ট্রেনটি। ফলে ইঞ্জিনসহ ৭টি বগি ক্ষতিগ্রস্ত হয়। পরে নতুন ইঞ্জিন সংযুক্ত করতে হয়েছে। নতুন বগিতে কিছু কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় আজ তা ঠিক করতে সময় লেগেছে। ফলে ট্রেনটি ছাড়তে একটু দেরি হয়েছে।

Comments