বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেছেন।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেছেন। ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেছেন।

আজ বৃহস্পতিবার সংস্থাটির সদরদপ্তরে গিয়ে কার্যক্রম পরিদর্শন করেছেন প্রণয় ভার্মা ও তার স্ত্রী মনু ভার্মা।

ভারতীয় হাই কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ উপলক্ষে ঢাকায় বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন করেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মনু ভার্মা।

এসময় তারা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাদ্যসামগ্রী, বই ও উপহার প্রদান করেন।

হাই কমিশনার তার বক্তব্যে মানবতার মর্ম, সহানুভূতি ও একে অপরের প্রতি সমর্থনকে ঈদ উৎসবের মূল বার্তা হিসেবে তুলে ধরেন। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জীবনযাত্রার উন্নয়নে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নিষ্ঠা ও অঙ্গীকারের প্রশংসাও করেন। হাই কমিশনার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যৌথ আত্মত্যাগের ভিত্তিতে প্রতিষ্ঠিত ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্কে আরও জানতে শিশুদের উৎসাহিত করেন।

এই শিশুদের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যত বিনির্মাণে ভারতীয় হাই কমিশন আগামীতে এই ফাউন্ডেশনকে অব্যাহত সহযোগিতা প্রদানে উন্মুখ।

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

2h ago