সখিপুরে সেলিম আল দীন পাঠাগারের সৃজনশীল বৃত্তি প্রদান

ক্ষুদে শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে সেলিম আল দীন পাঠাগার।
গত সোমবার সকালে টাঙ্গাইলের সখিপুরে নাট্যাচার্য সেলিম আল দীনের নামে প্রতিষ্ঠিত পাঠাগারের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজনে ক্ষুদে শিক্ষার্থীরা আবৃত্তি, গান, সাধারণ জ্ঞানসহ নানাবিধ সৃজনশীল কর্মকাণ্ড উপস্থাপন করে। এগুলোর মূল্যায়নের ভিত্তিতে তাদেরকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়।
পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের ডায়েরি ও কলম দেওয়া হয়। ১ বছর ধরে শিক্ষার্থীরা ডায়েরিতে যেসব সৃজনশীল লেখালেখি করবে, সেগুলো বাছাই করে পাঠাগারের সাহিত্য পত্রিকা 'রোদ্দুর' এ প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশই এই কর্মকাণ্ডের লক্ষ্য।
পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ড. হারুন রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য আনোয়ার হোসেন তালুকদার। এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস শিকদার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ. হালিম, আতিকুর রহমান দুলাল, শাহাদত শাহজাহান, শাহীন মাহমুদ, মাইন উদ্দিন, তুষার হাসান, শরীফুল ইসলাম, সাদিক বিপ্লব, ফেরদৌস আরা ডায়না প্রমুখ।
অনুষ্ঠানে ২০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির পুরস্কার তুলে দেওয়া হয়।
Comments