সাগরে ৪ দিন ভাসার পর ১৯ জেলে উদ্ধার

ছবি: সংগৃহীত

ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ৪ দিন ধরে ভাসতে থাকা একটি ট্রলার থেকে ১৯ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

আজ শনিবার দুপুর ১২টার দিকে কক্সবাজার উপকূল থেকে প্রায় ২৩ নটিক্যাল মাইল দূরে ভেসে থাকা ট্রলারটি থেকে তাদের উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ।

ট্রলারটির মাঝি মোহাম্মদ জসীম জানান, গত ২৩ এপ্রিল ভোলা জেলার মনপুরা এলাকা থেকে ১৯ জন জেলেকে নিয়ে এফবি 'সজীব-১' নামের ফিশিং ট্রলারটি মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যায়। গত ২৫ এপ্রিল ট্রলারটির পাখা ভেঙে যায়। ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি গভীর সমুদ্রে ভাসতে থাকে।

তিনি আরও বলেন, 'চারদিকে পানি আর পানি। মোবাইলের নের্টওয়ার্ক ছিল না। ট্রলারসহ আমরা ১৯ জন জেলে গভীর সাগরে ভাসতে থাকি। গতকাল রাতে হঠাৎ মোবাইল নের্টওয়াকের আওতায় আসি। এরপর জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দিয়ে জীবন বাঁচানোর আকুতি জানালে কোস্টগার্ড আমাদের উদ্ধার করে।'

আজ বিকেল ৫ টার দিকে ট্রলারসহ ১৯ জন মাঝিমাল্লাকে কক্সবাজার উপকূলে আনার পর এইচ এম লুৎফুল লাহিল মাজিদ বলেন, 'প্রশাসনের মাধ্যমে খবর পেয়ে উদ্ধারে নামে কোস্টগার্ডের নিয়মিত টহল দল। কিন্তু ট্রলারটিতে জিপিএস ডিভাইস না থাকায় অবস্থান শনাক্ত করা যাচ্ছিল না। পরে কোস্টগার্ডের জাহাজ মনসুর আলী সমুদ্রে উদ্ধার অভিযান শুরু করে। এরপর কক্সবাজার সমুদ্র উপকূল থেকে প্রায় ২৩ নটিক্যাল মাইল দূরে গভীর সাগর থেকে ট্রলারসহ ১৯ জেলেকে উদ্ধার করা হয়।'

তিনি আরও বলেন, 'প্রায় ২৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রলারসহ ১৯ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং খাবার সরবরাহ করা হয়। এ ব্যাপারে ফিশিং ট্রলারটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। ট্রলার ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কাজ চলছে।'

 

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

7h ago