উল্লাপাড়ায় ২ বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের ট্রেন চলাচল বন্ধ

‘কাজ শেষ হতে কতক্ষণ লাগবে, তা বলা যাচ্ছে না।’
উল্লাপাড়া স্টেশনে মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগি পরীক্ষা করছেন রেল কর্তৃপক্ষের লোকজন। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাইন পরিবর্তনের সময় একটি মালবাহী ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে উল্লাপাড়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন রেলওয়ে পাকশি বিভাগের ডিভিশনাল ট্রান্সপোর্টেশন অফিসার আনোয়ার হোসেন।

তিনি জানান, আজ সকালে মালবাহী ট্রেনটি ঈশ্বরদী থেকে উল্লাপাড়া স্টেশনের দিকে রওনা হয়। ট্রেনটি খালিই ছিল। উল্লাপাড়া স্টেশনে লাইন পরিবর্তনের সময় ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়। বিকেল পৌনে ৫টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী একটি ট্রেন উল্লাপাড়া স্টেশনে গেছে উদ্ধারকাজের জন্য। উদ্ধারকাজ শেষ হওয়া পর্যন্ত ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকবে।

'কাজ শেষ হতে কতক্ষণ লাগবে, তা বলা যাচ্ছে না। তবে যত দ্রুত সম্ভব উদ্ধারকাজ শেষ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে', বলেন তিনি।

Comments