সুদান ফেরতদের জন্য ‘কিছু আর্থিক সহায়তার’ ঘোষণা প্রবাসী কল্যাণমন্ত্রীর

ছবি: সংগৃহীত

ক্ষমতা দখলের দ্বন্দ্বে যুদ্ধ শুরুর পরে সুদানে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ১৩৬ জন দেশে ফিরেছেন।

আজ সোমবার সকালে তারা  হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, বাকিদেরও শিগগির দেশে ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, 'এয়ার ফোর্স ওখানে ৩টি প্লেন রেডি করে দিয়েছিল, আপনারা রেডি হলেই আমরা প্লেন ছাড়তে পারব। ওখানে হ-য-ব-র-ল অবস্থা। আজকে আসার কথা ছিল ২৫০ জন আর আপনারা আসতে পেরেছেন ১৩৬ জন।'

'প্রথম তালিকা ছিল ৫০০ জনের, এরপর হয়ে গেল ৪০০ জন। এদের সবাইকে যে আমরা ইমিডিয়েট আনতে পারিনি এটার জন্য আমি দুঃখিত। আপনারা আশ্বস্ত হতে পারেন এদের আমরা অতি সত্ত্বর নিয়ে আসব,' বলেন ইমরান আহমদ।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরও বলেন, 'আপনারা সব কিছু হারিয়েছেন। দেশে দিয়েছেন কিন্তু ওখান থেকে খালি হাতে এসেছেন। আজকে আমরা যা কিছু দেই না কেন, আইওএম আমাদের সঙ্গে আছে। তাদের সাহায্য ছাড়া এই কাজটা অত তাড়াতাড়ি হতো না। আজকে আইএমও আপনাদের কিছু আর্থিক সাহায্য দেবে। আমরা মন্ত্রণালয়ের কল্যাণ বোর্ড থেকে আপনাদের জন্য কিছু আর্থিক সাহায্য দেবো।'

সবাইকে নিবন্ধন করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, 'পরবর্তীতে কীভাবে আপনাদের এগিয়ে নিয়ে যেতে পারি এটা ঠিক করতে নাম-ঠিকানার প্রয়োজন হবে।'

গত ১৫ এপ্রিল একসময়ের মিত্র সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) মুখোমুখি অবস্থান নেয়।

Comments

The Daily Star  | English

What are we building after dismantling the AL regime?

Democracy does not seem to be our focus today. Because if it were, then shouldn’t we have been talking about elections more?

9h ago