সুদান থেকে বাকি বাংলাদেশিরা ৪ চার্টার্ড ফ্লাইটে জেদ্দায় ফিরছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবশিষ্ট বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবের জেদ্দায় ফিরিয়ে নিতে বাংলাদেশ নিজস্ব খরচে সুদান থেকে ৪টি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। ছবি: সংগৃহীত

অবশিষ্ট বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবের জেদ্দায় ফিরিয়ে নিতে বাংলাদেশ নিজস্ব খরচে সুদান থেকে ৪টি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জানান, চার্টার্ড ফ্লাইটগুলোর মধ্যে ৩টি আজ এবং চতুর্থটি আগামীকাল পরিচালিত হবে।

তিনি বলেন, 'সুদানে অপেক্ষারত বাংলাদেশিদের খাবার সরবরাহের জন্য সরকার প্রয়োজনীয় আর্থিক সহায়তা পাঠিয়েছে।'

জেদ্দায় পৌঁছানোর পর যত দ্রুত সম্ভব তারা ঢাকায় ফিরে আসবেন।

মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ১৩৬ জন বাংলাদেশি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সমন্বিত সহায়তায় সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশের ঢাকা ভ্রমণের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাদের অভ্যন্তরীণ জরুরি সহায়তা তহবিল ব্যবস্থার মাধ্যমে বিমানের টিকিট দিয়ে সহায়তা করেছে।

দেশে ফেরার পর ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড (৩ হাজার টাকা) ও আইওএম (২ হাজার টাকা) থেকে তাদের খাবার ও পরবর্তী পরিবহন ভাতা প্রদান করা হয়।

Comments