চলে গেলেন বাংলা চলচ্চিত্রের ‘মিয়া ভাই’

নায়ক ফারুক
আকবর হোসেন পাঠান ফারুক। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার ফাইল ফটো

নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক মারা গেছেন। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে তার ছেলে শরৎ।

তিনি বলেন, 'আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাপুরের হাসপাতালে আব্বু মারা গেছেন। আব্বুর জন্য দোয়া করবেন।'

সিঙ্গাপুরের একটি হাসপাতালে প্রায় ২ বছর চিকিৎসাধীন ছিলেন নায়ক ফারুক।

এইচ আকবর পরিচালিত 'জলছবি' চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ফারুক বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।

তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে 'সারেং বৌ', 'লাঠিয়াল', 'সুজন সখী', 'নয়নমনি', 'মিয়া ভাই', 'গোলাপী এখন ট্রেনে', 'সাহেব', 'আলোর মিছিল', 'দিন যায় কথা থাকে' ইত্যাদি।

ফারুক ১৮ আগস্ট ১৯৪৮ সালে মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার শৈশব-কৈশোর ও পরবর্তী সময় কেটেছে পুরান ঢাকায়।

Comments

The Daily Star  | English

Jewellers cut gold prices by Tk 3,452 a bhori

From tomorrow, each bhori of 22-carat gold will cost Tk 138,708

1h ago