আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে অন্যান্য দেশের মতোই আগ্রহী: জাপানি রাষ্ট্রদূত

সাবেক জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকির ২০১৮ সালের নির্বাচন নিয়ে সমালোচনামূলক মন্তব্যের প্রসঙ্গ তুলে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে মন্তব্য জানতে চাইলে ইওয়ামা কিমিনোরি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। ছবি: সংগৃহীত

অন্যান্য দেশের মতো বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতেও জাপান আগ্রহী বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

আজ বুধবার ঢাকায় এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

'ফ্রম দ্য হিমালয় টু দ্য বে অব বেঙ্গল: নিউ পসিবিলিটিস ইন দ্য বাংলাদেশ, জাপান, ইন্ডিয়া ত্রিপক্ষীয় অংশীদারিত্ব' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সাউথ এশিয়ান ইনস্টিটিউটের সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।

জাপানি রাষ্ট্রদূত বলেন, 'গত ৫০ বছর জাপান যেভাবে বাংলাদেশের পাশে ছিল, যেই ক্ষমতায় থাকুক না কেন, জাপান বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখবে।'

সাবেক জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকির ২০১৮ সালের নির্বাচন নিয়ে সমালোচনামূলক মন্তব্যের প্রসঙ্গ তুলে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে মন্তব্য জানতে চাইলে ইওয়ামা কিমিনোরি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

তিনি বলেন, 'আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে অন্যান্য দেশের মতোই আগ্রহী।'

জাপানি রাষ্ট্রদূত আরও জানান, জাপানের নীতি অনুযায়ী ইন্দো-প্যাসিফিক ইস্যুতে তাদের অবস্থান কোনো দেশের বিরুদ্ধে নয় বরং একটি অন্তর্ভুক্তিমূলক, মুক্ত, উন্মুক্ত এবং শান্তিপূর্ণ ইন্দো-প্যাসিফিক অঞ্চল তাদের চাওয়া।

Comments