দেশের স্বাস্থ্য খাতের সফলতা নিয়ে নতুন বই

স্বাধীনতা অর্জনের পর থেকে বাংলাদেশের স্বাস্থ্য খাতের অগ্রগতি নিয়ে একটি বই প্রকাশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে 'ফিফটি ইয়ারস অফ বাংলাদেশ: এডভান্সেস ইন হেলথ' শীর্ষক বইটি মোড়ক উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) থেকে প্রকাশিত এই বইয়ে স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের স্বাস্থ্যখাতের অগ্রগতি নথিভুক্ত করা হয়েছে। দেশি ও প্রবাসী ১০১ জন জনস্বাস্থ্যবিদ, গবেষক, বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক এবং সাংবাদিক বইটিতে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নতি, সম্ভাবনা ও চ্যালেঞ্জের বিভিন্ন দিক তুলে ধরেছেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে এবং এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ।
অনুষ্ঠানে মূল বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের আন্তর্জাতিক স্বাস্থ্য বিভাগের সিনিয়র সহযোগী ড. হেনরি পেরি। তিনি বলেন, স্বাস্থ্য খাতে গত ৫০ বছরে বাংলাদেশের অনেক অর্জন রয়েছে। তিনি বাংলাদেশিদের প্রত্যাশিত আয়ু বৃদ্ধি, শিশু মৃত্যু হ্রাস; জন্মদানের হার হ্রাস; টিকাদান সম্প্রসারণ ও কমিউনিটি ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নের কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী তার সরকারের নানা অর্জনের কথা তুলে ধরেন। তিনি বলেন, 'কমিউনিটি ক্লিনিক দক্ষিণ এশিয়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবার একটি অনন্য মডেল। বর্তমানে, সারাদেশে ১৩০০০ এর মতো কমিউনিটি ক্লিনিক রয়েছে এবং এগুলো প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাথমিক স্বাস্থ্যসেবার চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে।'
মোমেন বলেন, কোভিড ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল। বাংলাদেশ এখন ১১৭টি দেশে ওষুধ রপ্তানি করছে।
বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মহামান্য আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে বলেন, 'সুইডেন এবং বাংলাদেশ শুরু থেকেই খুব ভালো বন্ধু এবং স্বাস্থ্য খাতে উভয় দেশই যৌথভাবে মাইলফলক অর্জন করছে।'
এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ বলেন, 'স্বাস্থ্য খাতে বাংলাদেশের অসাধারণ সাফল্য সুশীল সমাজের সংগঠনসহ সকল স্টেকহোল্ডারের সর্বোচ্চ পর্যায়ের প্রতিশ্রুতির ফলস্বরূপ।'
Comments