চাঁদপুর জেলা কারাগারে ওয়ার্ড বিএনপির সাবেক নেতার মৃত্যু

আলম খাঁন। ছবি: সংগৃহীত

চাঁদপুর জেলা কারাগারে ৫ মামলার সাজাপ্রাপ্ত আসামি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আলম খাঁন (৫০) মারা গেছেন।

তিনি চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন চাঁদপুর জেলা কারাগারের ডেপুটি জেলার মো. ইউসুফ।

তিনি জানান, সকাল ৮টা ১০ মিনিটের দিকে আলম খাঁন অসুস্থ বোধ করলে সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুশান্ত বিশ্বাস বলেন, আলম খানকে ইসিজি করে দেখা তার হার্ট অ্যাটাক হয়েছিল। তাকে ঢাকায় রেফার করা হলেও ঢাকার নেয়া আগে এই হাসপাতালেই তার মৃত্যু হয়।

আলম খাঁনের বাবা শামসুল হক খাঁন বলেন, চাঁদপুর আইএফআইসি ব্যাংকে তার ছেলের সাড়ে ৩ কোটি টাকার ঋণ ছিল। কিন্তু ঋণের চাইতে অধিক টাকার মর্গেজও ছিল ব্যাংকে। তারপরেও মামলার কারণে তার সাজা হয়। এ ব্যাপারে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

চাঁদপুর জেলা কারগারের ভারপ্রাপ্ত জেলার মুহাম্মদ মুনীর হোসাইন বলেন, গত ২১ এপ্রিল আলম খানকে কারাগারে পাঠানো হয়।

Comments