ডেসকোর ফেসবুক পেজ হ্যাকড

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ডেসকোসহ সংশ্লিষ্ট সব সাইবার টিম ফেসবুক পেজটি উদ্ধারে কাজ করছে।

ঢাকা ইলেকট্রিক কোম্পানি লিমিটেডের (ডেসকো) অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক করেছে দুর্বৃত্তরা।

ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. কাউসার আমীর আলী জানান, আজ শনিবার বিকাল সোয়া ৪টার দিকে তার প্রতিষ্ঠানের ফেসবুক পেজটি অজ্ঞাত হ্যাকাররা হ্যাক করে।

তিনি ইউএনবিকে বলেন, 'আমাদের আইটি বিশেষজ্ঞরা সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।'

এদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ডেসকোসহ সংশ্লিষ্ট সব সাইবার টিম ফেসবুক পেজটি উদ্ধারে কাজ করছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 'সবাইকে অনুরোধ করা হচ্ছে যে, কোনো বার্তা আদান-প্রদান করা থেকে বিরত থাকুন এবং ডেসকো ফেসবুক পেজে কোনো পোস্ট এড়িয়ে চলুন যতক্ষণ না এটি পুনরুদ্ধার করা হয়। পেজটি পুনরুদ্ধার করার পরে সবাইকে অবহিত করা হবে।'

Comments