মার্কিন ভিসা নীতি ‘ভুল বার্তা’ দিচ্ছে: কলকাতায় কৃষিমন্ত্রী

বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো বাংলাদেশি নাগরিকের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। নতুন এই মার্কিন ভিসা নীতির প্রসঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
abdur-razzak.jpg
কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। ফাইল ছবি

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নতুন মার্কিন ভিসা নীতি 'ভুল বার্তা দিচ্ছে' বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক। 

গতকাল শনিবার কলকাতা সফরকালে ভারতের সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো বাংলাদেশি নাগরিকের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। নতুন এই মার্কিন ভিসা নীতির প্রসঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, 'তারা (যুক্তরাষ্ট্র) কী চায়, আমরা সেটা জানার চেষ্টা করেছি, কিন্তু তারা কোনো উত্তর দিতে পারে।'

তিনি আরও জানান, নির্বাচন যাতে স্বচ্ছ হয় তা নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকার যে কারো সঙ্গে কথা বলতে আগ্রহী। আওয়ামী লীগ চায় আগামী বছর সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করুক।

তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনে সরকার আগ্রহী নয় বলেও জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, 'আমরা আগামী বছর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলকে আনার চেষ্টা করছি। স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। আমরা এখনো আশাবাদী যে সব দলকে আমরা নির্বাচনে আনতে পারব।'

তিনি আরও জানান, বাংলাদেশে যে ওয়েস্টমিনিস্টার ধারার সংসদীয় গণতন্ত্র অনুসরণ করা হয় তাতে বিরোধী দলগুলোর দাবি অনুযায়ী সংসদ ভেঙে দেওয়া বা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই।

একটি সম্মেলনে যোগ দিতে গত শুক্রবার ভারতের কলকাতায় সফরে যান কৃষিমন্ত্রী রাজ্জাক। বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন।

Comments