মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার ১২০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠালেন শেখ হাসিনা

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১ হাজার ২০০ কেজি হাড়িভাঙ্গা আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার দুপুর ১২টার দিকে বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় ট্রাকে এসব আম লোড করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার তানভীর হোসেন ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (রাষ্ট্রাচার-২) আবু মুহাম্মদ ফয়সাল।

আমগুলো বেনাপোল বন্দর থেকে গ্রহণ করেন কলকাতায় বাংলাদেশ দূতাবাসের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (অ্যাকাউন্ট) কাউসার সারোয়ার। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে আমের চালানটি হস্তান্তর করেন তিনি। আজ সকালে সড়কপথে বেনাপোল স্থলবন্দরের চেকপোস্টে উপহারের আম পৌঁছায়।

কাউসার সারোয়ার বলেন, 'বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের যে সোনালী অধ্যায় পার হচ্ছে, তারই স্মারক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে আম পাঠালেন।'

Comments

The Daily Star  | English
Bangabandhu Railway Bridge

Bridge this year, full benefits not before 2030

The Bangabandhu Railway Bridge over the Jamuna is set to be inaugurated next month, but people will not get the full benefit of it until at least 2030.

8h ago