অর্থকষ্টে থাকা ‘রূপবান’ অভিনেত্রী সুজাতা বাড়ি পেলেন ঢাকায়

রূপবান চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া চিত্রনায়িকা সুজাতা আজিম আর্থিক অসচ্ছলতায় দিনযাপন করছিলেন। ঢাকার বনশ্রীতে ভাড়া বাসায় বসবাস করেন তিনি। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসন তাকে থাকার জন্য একটি বাড়ি দিয়েছে।
নিয়মিত লিজ ফি পরিশোধ করে ওয়ারীর লালচান মকিম লেনের অর্পিত সম্পত্তির বাড়িটিতে থাকতে পারবেন সুজাতা।
তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন সুজাতা। একাধারে চিত্রনায়িকা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হিসেবে কাজ করেছেন তিনি। চলচ্চিত্রশিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা দেওয়া হয়। তিনি ২০২১ সালে একুশে পদকে ভূষিত হন।
সুজাতার আর্থিক অস্বচ্ছলতার কথা জানতে পেরে ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান তার জন্য বাড়ির ব্যবস্থা করেন। বাড়িটি দখলমুক্ত করে আজ তাকে বুঝিয়ে দেওয়া হয়।
Comments