অক্টোবরে আগারগাঁও-মতিঝিল মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিএনপির শুভবুদ্ধির উদয় হলে সংলাপ হতে পারে
ওবায়দুল কাদের। ফাইল ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের অক্টোবর মাসে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত 'আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি ৬-এর কার্যক্রম শুরু: অগ্রগতি, সম্ভাবনা ও অন্যান্য'  শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের আগেই ঘোষণা করেছিলেন, চলতি বছরের নভেম্বর মাসে এ অংশের উদ্বোধন করা হবে।

Comments

The Daily Star  | English

Inflation pushes people to compromise on priorities: commerce adviser

Sk Bashir Uddin says he will work hard together with everyone to control commodity prices

1h ago