‘নিশ্চিত হতে হবে কোনো শান্তিরক্ষী মানবাধিকার লঙ্ঘনে জড়িত নয়’

জঁ-পিয়ের লাক্রোয়ার। ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত কোনো কর্মী মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকতে পারবে না এবং তা প্রেরণকারী দেশকেই নিশ্চিত করতে হবে।

জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়ের লাক্রোয়ার এ কথা বলেছেন।

গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন 'মায়ের ডাকের' কাছে আজ সোমবার পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

গতকাল তার কাছে দেওয়া 'মায়ের ডাকের' স্মারকলিপির পরিপ্রেক্ষিতে লাক্রোয়ার ইমেইলে এ বিবৃতি পাঠান। 

স্মারকলিপিতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের জন্য কর্মী বাছাইয়ের ক্ষেত্রে 'মানবাধিকারের সর্বজনীন নীতি এবং জবাবদিহি মেনে চলার এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনে যুক্ত অপরাধীদের' বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

এর জবাবে দেওয়া বিবৃতিতে বলা হয়, 'শান্তিরক্ষায় যেসব দেশ সেনা ও পুলিশ পাঠায় তাদের নিশ্চিত করতে হবে যে তাদের কেউ আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে না বা তাদের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ নেই।'

'শান্তিরক্ষা কার্যক্রমে অবদান রাখা দেশগুলোর সঙ্গে আমাদের সম্পৃক্ততা সফল করার অন্যতম পূর্বশর্ত হলো শান্তিরক্ষীরা যেন সর্বোচ্চ উন্নত আচরণের পাশাপাশি সততা, যোগ্যতা এবং দক্ষতার সর্বোচ্চ মান বজায় রাখেন,' বিবৃতিতে উল্লেখ করা হয়।

গতকাল রোববার ঢাকায় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে মন্ত্রী পর্যায়ের প্রথম ২ দিনের প্রস্তুতিমূলক বৈঠক শুরু হয়। সভার উদ্বোধনী অনুষ্ঠানে লাক্রোয়ারের বক্তৃতার সময় এই বিবৃতিটি উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, পররাষ্ট্র সচিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

4h ago