বর্জ্য অপসারণে ঢাকার ২ সিটির নিয়ন্ত্রণ কক্ষ

কোথাও বর্জ্য জমে থাকলে এসব নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের জন্য নাগরিকদের অনুরোধ জানিয়েছে ২ নগর কর্তৃপক্ষ।
ঢাকার গ্রিনরোড এলাকায় বর্জ্য অপসারণে কাজ করছেন দক্ষিণ সিটির কর্মীরা। ছবি: প্রবীর দাশ/স্টার

কোরবানির বর্জ্য অপসারণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে ঢাকার ২ সিটি করপোরেশন।

কোথাও বর্জ্য জমে থাকলে এসব নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের জন্য নাগরিকদের অনুরোধ জানিয়েছে ২ নগর কর্তৃপক্ষ।

২ সিটির মুখপাত্রদের ভাষ্য, এই নিয়ন্ত্রণ কক্ষগুলো বর্জ্য অপসারণ প্রক্রিয়া পরিচালনা ও এ সম্পর্কিত তথ্য গ্রহণের হাব হিসেবে কাজ করবে।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মুখপাত্র আবু নাসের বলেন, ডিএসসিসি এলাকার বাসিন্দারা ০১৭০৯৯০০৮৮৮ অথবা ০২২২৩৩৮৬০১৪ নম্বরে ডায়াল করে নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করে বর্জ্য অপসারণ সংক্রান্ত সমস্যা জানাতে পারবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মুখপাত্র মকবুল হোসেন বলেন, ডিএনসিসির আওতাভুক্ত এলাকার বাসিন্দারা ১৬১০৬ অথবা ০২-৫৫০৫২০৮৪ নম্বরে ফোন করে বর্জ্য অপসারণে সহযোগিতা চাওয়ার পাশাপাশি কোনো অভিযোগ থাকলে তা জানাতে পারবেন।

Comments