ভোলায় ট্রলারডুবি: ৫ দিন পর ৫ জেলের মরদেহ উদ্ধার

এখনো নিখোঁজ ২ জেলে
স্টার অনলাইন গ্রাফিক্স

ভোলার চরফ্যাশন উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় ট্রলারডুবির ৫ দিন পর ৫ জেলের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে বঙ্গোপসাগরের মোহনা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান খান ও স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—মো. হারুন দর্জী, মো. শরীফ হোসেন, মো. ছাত্তার হাওলাদার, মো. নুর ইসলাম ও ফজলে করিম বারী।

ভোলার চরফ্যাশন উপজেলার সামরাজ মাছঘাট সূত্রে জানা যায়, গত ২৫ জুন স্থানীয় জাহাঙ্গীর মাঝির ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় ১৩ জেলে। একদিন পর ২৪ জুন সাগরে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

এতে ১৩ জেলে নিখোঁজ হয়। আজ শুক্রবার সকালে ৬ জেলে সাগর মোহনায় ভেসে আসলে তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী স্থানীয় জেলে ও আড়তদাররা ট্রলার নিয়ে দুপুর ২টার দিকে বঙ্গোপসাগর থেকে ৫ জেলের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় সাগরে ভেসে থাকা ৬ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ছাড়া এখনো ২ জেলে নিখোঁজ রয়েছে।

আহত, নিহত ও নিখোঁজ জেলের বাড়ি জেলার চরফ্যাশনে উপজেলার বিভিন্ন গ্ৰামে। তবে আহত ও নিখোঁজ জেলেদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় নিহত ৫ জেলের পরিবারকে ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান।

উল্লেখ্য, সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকলেও ওই জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিল।

Comments

The Daily Star  | English

Gaza still bleeds

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

3h ago