মহিষ ধরতে পুলিশের ছোড়া গুলি লাগল তরুণের গায়ে

স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জ আড়াইহাজারে মহিষ ধরতে পুলিশ গুলি ছুড়লে তা গিয়ে লাগে এক তরুণের গায়ে। গুলিবিদ্ধ তরুণ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন৷

শুক্রবার সকালে উপজেলার দুপ্তারা এলাকার এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ তরুণের নাম  মো. শান্ত (২৪)৷ তিনি দুপ্তারা এলাকার বাবুল মিয়ার ছেলে৷

পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদের আগের রাতে স্থানীয় একটি পশুর হাট থেকে ছুটে পালায় মহিষটি৷ কোরবানির হাটে মহিষটি বিক্রির জন্য তোলা হয়েছিল৷ হাট থেকে ছুটে পালানোর সময় মহিষটি ২ জনকে আহত করে৷ আজ সকালে মহিষটি দুপ্তারা এলাকায় বেপরোয়াভাবে ছোটাছুটি করতে থাকে এবং লোকজনের ওপর তেড়ে গিয়ে আরও কয়েকজনকে আহত করে৷ সেই সময় আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে যায়৷ পরে মহিষটিকে ধরতে গুলি ছোড়ে পুলিশ। সেই গুলি গিয়ে লাগে ওই তরুণের গায়ে।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব দ্য ডেইলি স্টারকে বলেন, 'কোরবানির হাটে তোলা মহিষটি ছুটে পালিয়ে যায় এবং কয়েকজনকে আহতও করে৷ পুলিশ স্থানীয় লোকজনের জানমালের রক্ষার্থে মহিষটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে৷ দুর্ঘটনাবশত গুলিটি তরুণের কোমরে গিয়ে লাগে। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ওই তরুণকে প্রথমে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢামেক হাসপাতালে নিয়ে যায়৷'

ওই তরুণের শারীরিক পরিস্থিতি আশঙ্কামুক্ত বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

রাত ১১টা পর্যন্ত মহিষটিকে ধরা যায়নি উল্লেখ করে ওসি আরও বলেন, 'মহিষটির ওপর নজর রাখা হচ্ছে৷ ঢাকার চিড়িয়াখানা থেকে ট্রাংকুলাইজার (চেতনানাশক) আনা হয়েছে৷ মহিষটিকে ধরতে পুলিশ কাজ করছে৷'

Comments

The Daily Star  | English

Bangladesh-origin NYPD officer killed in Manhattan shooting

Didarul Islam's wife was eight-months pregnant and the couple had two young boys

41m ago