সৌদি আরবে ৫৯ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু: ধর্ম মন্ত্রণালয়

তাদের মধ্যে ১২ জন নারী এবং ৪৭ জন পুরুষ। বেশিরভাগই মারা গেছেন মক্কায়।
হজ নিবন্ধনের সময়সীমা
ছবি: সংগৃহীত

সৌদি আরবে চলতি বছর এ পর্যন্ত ৫৯ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

তাদের মধ্যে ১২ জন নারী এবং ৪৭ জন পুরুষ। বেশিরভাগই মারা গেছেন মক্কায়।

২০২৩ সালের পবিত্র হজ উপলক্ষে প্রতিদিন প্রকাশিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৮ জুন সৌদি আরবে এ বছরের পবিত্র হজ পালন করা হয়। প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে ৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম শাহাদাত হোসেনও দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

হজযাত্রীদের মৃত্যু হলে সাধারণত সৌদি আরবেই দাফন করা হয়। 

Comments