হজ পালনের সর্বনিম্ন বয়স ১৫ বছর

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ বছর হজ পালনের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ করে দিয়েছে।
বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজযাত্রীর পাসপোর্টে তালিকাভুক্ত জন্ম তারিখের ভিত্তিতে এই বয়স নির্ধারণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিশুদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার জন্য সৌদি কর্তৃপক্ষ বয়সের এই সীমা নির্ধারণ করেছে।
বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় সৌদি হজ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব হজ সংস্থা এবং হজ কার্যক্রমের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যাংককে অনুরোধ করেছে।
Comments