ঘূর্ণাবর্তে যমুনার তীর রক্ষা বাঁধের ৩০ মিটার নদীতে বিলীন

বাঁধটি পুরোপুরি ধসে গেলে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ঝুঁকির মুখে পড়ার পাশাপাশি কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নদীতে ঘূর্ণাবর্তের কারণে বাঁধের ধসে যাওয়া অংশ। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই পয়েন্টে যমুনার ভাঙনে সলিড স্পার বাঁধের অন্তত ৩০ মিটার নদীগর্ভে চলে গেছে।

বাঁধটি পুরোপুরি ধসে গেলে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ঝুঁকির মুখে পড়ার পাশাপাশি কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আজ শুক্রবার সকালে কাজীপুর উপজেলার যমুনা নদীর মেঘাই ১ নম্বর সলিড স্পার এলাকায় এ ধস দেখা দেয়।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী অনিক ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, ভোর থেকে মেঘাই ১ নম্বর সলিড স্পার এলাকায় ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে তা ধসে যেতে শুরু করে। অল্প সময়ের ব্যবধানে স্পারের ৩০ মিটারের মতো নদীগর্ভে চলে যায়।

ইউএনও বলেন, 'ধসের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তা পানি উন্নয়ন বোর্ডকে অবগত করা হয়েছে। পাউবোর ঠিকাদারের লোকজন ইতোমধ্যে ঘটনাস্থলে জিও ব্যাগ ফেলে ধস ঠেকানোর চেষ্টা করছে।'

ভারী বৃষ্টির কারণে কয়েকদিন ধরেই যমুনার পানি বাড়ছে জানিয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার বলেন, 'পানির ঘূর্ণাবর্তের কারণে স্পার বাঁধ এলাকার নিচের মাটি সরে যাওয়ায় আকস্মিক এ ভাঙনের সৃষ্টি হয়েছে।'

১৯৯৭ সালে কাজীপুর উপজেলা রক্ষায় মেঘাই খেয়াঘাট এলাকায় ৩০০ মিটারের এই বাঁধটি নির্মাণ করা হয়। এরপর ২০১২ ও ২০১৩ সালে পর্যায়ক্রমে এর মূল অংশের ১৫০ মিটার ধসে যায়। পরে স্পারের বাকি অংশ রক্ষায় সিসি ব্লক দিয়ে ঢেকে দেওয়া হয়। সেই অংশের ৩০ মিটার আজ নদীতে চলে গেল। এতে ঝুঁকির মুখে পড়েছে কাজীপুর থানা, খাদ্য গুদাম, রেজিস্ট্রি অফিস, সদর ইউনিয়ন পরিষদ ভবনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের স্থাপনা।

Comments