সৌদি আরবে এ বছর ৯১ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে এ বছর ৯০ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত

চলতি বছর সৌদি আরবে এখন পর্যন্ত মোট ৯১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টাল অনুসারে, ৯১ জনের মধ্যে ২১ জন নারী এবং ৬৯ জন পুরুষ হজযাত্রী।

অধিকাংশ হজযাত্রী মক্কায় মারা গেছেন।

২০২৩ সালের পবিত্র হজ উপলক্ষে প্রতিদিন প্রকাশিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচএএবি) জানিয়েছে, পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এবারই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি মারা গেছেন।

সৌদি আরবে তীব্র গরমের মধ্যে এ বছর পবিত্র হজ পালিত হয়েছে।

বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের সংবাদে বলা হয়েছে, হিট স্ট্রোকের কারণে গত ২৯ জুন ৭ বাংলাদেশি হজযাত্রী মারা যান।

হজ পালনে সৌদি আরব সফররত এইচএএবি সভাপতি এম শাহাদাত হোসেন তসলিমও এ তথ্য নিশ্চিত করেছেন।

সৌদি আরবে মারা যাওয়া হজযাত্রীদের সাধারণত সৌদি আরবে দাফন করা হয়।
এ বছর পবিত্র হজ পালিত হয়েছে ২৮ জুলাই।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর সৌদি আরবে ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালন করেছেন।

বিমান, সৌদিয়া ও ফ্লাইনাসের মোট ৩২৫টি ফ্লাইট হজযাত্রীদের সৌদি আরবে নিয়ে যায়।

মোট হজযাত্রীদের মধ্যে, জাতীয় পতাকাবাহী ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন হজযাত্রী, সৌদিয়া ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৪ জন এবং ফ্লাইনাস ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।

গত ৩ জুলাই প্রথম ফিরতি হজ ফ্লাইট দেশে ফেরে।

Comments

The Daily Star  | English

Lottery to decide SP, OC postings during election: Home Adviser

Move aims to prevent candidates from getting preferred officers in their constituencies

1h ago