সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের ৮৭ হাজার ১৫৭ জন হজযাত্রী, মৃত্যু ১৭

ছবি: বাসস

চলতি বছরের গত ২৯ এপ্রিল থেকে এখন পর্যন্ত ২২৪টি ফ্লাইটে হজ ব্যবস্থাপনা দলের সদস্যসহ মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

হজ অফিস এই তথ্য জানিয়েছে।

হিজরি পঞ্জিকা অনুসারে, এ বছর ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

হজ অফিস বুলেটিনের তথ্য অনুযায়ী, গত রাত পর্যন্ত সৌদি আরবে মোট ১৭ জন হজযাত্রী বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন। এখন পর্যন্ত ১৭২ জন হজযাত্রী সৌদি আরবের সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ৩৭ জন ভর্তি রয়েছেন।

এতে আরও জানানো হয়, ধর্ম মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক রোববার মক্কা হজ মেডিকেল সেন্টার পরিদর্শন করেন। এ সময় তিনি হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের যথাযথ সেবা নিশ্চিত করতে নির্দেশনা দেন।

হজ ব্যবস্থাপনার অংশ হিসেবে হজযাত্রীদের জন্য স্বয়ংক্রিয় চিকিৎসা কার্ড ইস্যু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

চলতি বছর মোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি নাগরিক হজ পালন করছেন। তাদের মধ্যে পাঁচ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নিয়েছেন।

হজ অফিসের পরিচালক এম লোকমান হোসেন জানিয়েছেন, এ বছর মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৭০টি।

তিনি আরও জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্স ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন এবং রিয়াদভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্স ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন হজযাত্রী পরিবহন করেছে।

লোকমান হোসেন বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় ঢাকায় সৌদি দূতাবাস প্রত্যেক হজযাত্রীর পাসপোর্টের বিপরীতে ভিসা ইস্যু করেছে।

এর আগে মক্কায় হজ অফিসের পক্ষ থেকে হজযাত্রীদের মধ্যে মিনা ও আরাফাতের মানচিত্র বিতরণ করা হয়। সেটি প্রস্তুত করেছে মক্কা আইটি হেল্প ডেস্ক।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ৩৯৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়।

আগামী ১০ জুন হজ শেষে ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়ে চলবে ১০ জুলাই পর্যন্ত।

Comments

The Daily Star  | English
chief adviser yunus confirms election date

Election in February

Chief Adviser Prof Muhammad Yunus last night announced that the general election will be held before Ramadan in February 2026, kickstarting the process of handing over the power to an elected government.

6h ago