পাসপোর্ট জমা না রেখেও করা যাবে ভারতীয় ভিসার আবেদন

পাসপোর্ট জমা না রেখেও করা যাবে ভারতীয় ভিসার আবেদন
ছবি: সংগৃহীত

পাসপোর্ট জমা না রেখেই বাংলাদেশিরা এখন থেকে ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে, ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক), বাংলাদেশ।

আইভ্যাক, বাংলাদেশের ওয়েবসাইট ও ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে।

নোটিশ বলা হয়, যে সব আবেদনকারী তাদের ভিসা আবেদন হাই কমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহারের জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন আইভ্যাকে ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে।

ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের ০৭ দিন আগে আইভ্যাকে তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীগণ এখন আইভ্যাকে তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। 

এটি আবেদনকারীগণকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাক-এ দীর্ঘসময় অপেক্ষা করা থেকে রেহায় দেবে।

আইভ্যাকের প্রত্যাশা, এই পদক্ষেপগুলো ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সুবিধাজনক করে তুলবে।

 

Comments

The Daily Star  | English

Khaleda calls for renewed pledge to restore democracy

BNP chief urges disciplined movement to honour late president Ziaur Rahman’s legacy

1h ago