রেললাইন ছাড়লেন অস্থায়ী শ্রমিকরা, ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ শুরু

রাজধানীর কারওয়ান বাজারে এফডিসি রেলগেট এলাকা থেকে সরে গেছেন আন্দোলনরত রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। ছবি: প্রবীর দাশ/স্টার

রাজধানীর কারওয়ান বাজারে এফডিসি রেলগেট এলাকা থেকে সরে গেছেন আন্দোলনরত রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। ফলে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির দ্য ডেইলি স্টারকে বলেন, দুপুর ২টা ৫৫ মিনিটে রেল যোগাযোগ শুরু হয়েছে।

এর আগে আজ রোববার সকাল ১০টা থেকে কাওরানবাজারে এফডিসি রেলগেট এলাকায় রেললাইন অবরোধ করেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকের একটি অংশ। চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রেললাইনে অবস্থান নিয়েছেন তারা।

এফডিসি রেলগেট থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, দুপুর আড়াইটার দিকে পুলিশ এসে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলার পর তারা রেললাইন এলাকা ছাড়েন।

আন্দোলনকারীরা জানান, দাবি আদায়ে তারা নতুন কর্মসূচি নিয়ে রেল ভবনের দিকে রওনা হবেন।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

1h ago