আখাউড়া-লাকসাম ডাবল লাইনের রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: স্টার

আখাউড়া-লাকসাম রেল অংশের ডাবল লাইন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার অংশে আগে একক লাইন থাকলেও ৬ হাজার ৫০৪ কোটি টাকার প্রকল্পের আওতায় সেটিকে ডাবল লাইন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ৭২ কিলোমিটার অংশ ডাবল লাইনে উন্নীত করার এই প্রকল্প উদ্বোধন করেন।

এর মধ্য দিয়ে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে রেল যোগাযোগ উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্টরা। এটিই দেশের প্রথম ডাবল লাইনের রেলপথ।

ঢাকা-চট্টগ্রামের মধ্যে ৩২১ কিলোমিটার দীর্ঘ রেলপথের বাকি অংশ আগেই ডাবল লাইনে রূপান্তরিত করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা জানান, এই রেলপথ চালু হলে দুই শহরের মধ্যে যাতায়াতের সময় এক ঘণ্টা কমে যাবে।

পুরো রেললাইনের মধ্যে আখাউড়া-লাকসাম অংশে ডাবল লাইন না থাকায় এই রুটে যাত্রায় সময় বেশি লাগত।

Comments

The Daily Star  | English

Will resign if govt interferes in election process: CEC

He has issued a stern warning against any kind of irregularity ahead of the polls

1h ago