আমিনবাজারে যানচলাচল স্বাভাবিক
রাজধানীতে বিএনপির তারুণ্য সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে পুলিশ। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
তবে দুপুর সাড়ে ১১টা থেকে তল্লাশি কার্যক্রম বন্ধ করা হলে যানচলাচল স্বাভাবিক হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৬টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে ঢাকামুখী লেনে ব্যারিকেড বসিয়ে ঢাকামুখি বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালাতে থাকে পুলিশ। ফলে মহাসড়কের আমিনবাজার থেকে বলিয়ারপুর ৩ কিলোমিটার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়।
সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঢাকার প্রবেশ করে কেউ যেন কোনো নাশকতামুলক কর্মকাণ্ড করতে না পারে, সেই লক্ষ্যে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা আমিনবাজারে চেকপোস্ট পরিচালনা করেছি।'
তবে সাড়ে ১১টার পর আর কোনো পরিবহনেই তল্লাশি করা হচ্ছে না বলে জানান তিনি।
ঢাকা জেলা উত্তর ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমিনবাজার এলাকায় এখন কোনো যানজট নেই।'
Comments