গবেষণার ৩৮ মোরগ চুরি: আনসার সদস্য ক্লোজড

সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) গবেষণার জন্য পালন করা ৩৮টি মোরগ চুরির ঘটনায় এক আনসারের প্লাটুন কমান্ডারকে (পিসি) ক্লোজড করা হয়েছে।
সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিউটের গবেষণা শেডে হোয়াইট লেগ হর্ন জাতের মোরগ। ছবি: স্টার

সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) গবেষণার জন্য পালন করা ৩৮টি মোরগ চুরির ঘটনায় এক আনসারের প্লাটুন কমান্ডারকে (পিসি) ক্লোজড করা হয়েছে।

দায়িত্ব অবহেলার অভিযোগে প্রতিষ্ঠানটির নিরাপত্তায় দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) জসিম উদ্দিনকে ক্লোজড করা হয়।

প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা ও আনসার সদস্য দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানালেও আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো কেউ কথা বলতে রাজি হননি।

প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা ও আনসার সদস্যরা জানান, ঈদুল আজহার আগের রাতে একটি 'পিওর লাইন' মেল শেড থেকে মোরগগুলো চুরি হয়। ছুটির পর প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় গত ১০ জুলাই গণমাধ্যমে খবর প্রকাশের পর সেদিনই এক জরুরি সভায় ১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দায়িত্ব অবহেলার অভিযোগে নিরাপত্তা দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) জসিম উদ্দিনকে ক্লোজড করা হয়েছে।

তদন্তের অগ্রগতি ও আনসার সদস্যকে ক্লোজড করার বিষয়ে জানতে চাইলে বিএলআরআইয়ের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটাতো প্রশাসনিক বিষয়। তদন্ত চলাকালীন কথা বলা উচিত হবে না। তবে এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'

উল্লেখ্য, ঈদের আগের রাতে শেড থেকে ৩০০টি মোরগের মধ্য আরআরআই ও হোয়াইট লেগ হর্ন জাতের ৩৮টি মোরগ চুরি হয়।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

4h ago