টেকনাফে পুকুর থেকে নবজাতক ও মায়ের মরদেহ উদ্ধার

মা যাওয়া নারীর নাম রুমানা রুমি। তার সঙ্গে মারা যাওয়া ৪০ দিন বয়সী সন্তানের নাম রাখা হয়নি। মুমূর্ষু অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা শিশুটির নাম মোহাম্মদ ইয়াছিন (৫)।

কক্সবাজারের টেকনাফে একটি পুকুর থেকে এক মা ও তার ৪০ দিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুকুর থেকে ওই নারীর ৫ বছরের আরেক সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটিকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের বেইংগাপাড়ায় এ ঘটনা ঘটে।

মা যাওয়া নারীর নাম রুমানা রুমি। তিনি বেইংগাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। তার সঙ্গে মারা যাওয়া ৪০ দিন বয়সী সন্তানের নাম রাখা হয়নি। মুমূর্ষু অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা শিশুটির নাম মোহাম্মদ ইয়াছিন (৫)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, স্বামীর ওপর অভিমান করে দুই শিশু সন্তানসহ গৃহবধূ রুমানা পুকুরে লাফ দেয়। স্থানীয় লোকজন ৫ বছরের শিশু ইয়াছিনকে উদ্ধার করতে সক্ষম হলেও রুমানা ও তার নবজাতককে উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুই মরদেহ উদ্ধার করেন।

Comments