বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায় ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন পরিকল্পিত এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছে ভারত, তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। 

বাংলাদেশের আসন্ন নির্বাচনের বিষয়ে অন্যান্য দেশের মন্তব্যকে ভারত কীভাবে দেখছে? এমন প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র 
অরিন্দম বাগচি বলেন, 'সেখানে কীভাবে নির্বাচন হবে তা বাংলাদেশের জনগণই ঠিক করবে।'

আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ের সময় বাংলাদেশের নির্বাচনের আগে কয়েকটি দেশের মন্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, 'দেখুন, আমি মনে করি সেখানে একাধিক কার্যক্রম চলছে এবং মানুষ সম্ভবত সেসব নিয়ে মন্তব্য করছে।'

অরিন্দম বাগচি বলেন, 'এগুলো নিয়ে পুরো বিশ্বই মন্তব্য করতে পারে, তবে ভারত ভারতই। বাংলাদেশের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে। বাংলাদেশে যা ঘটে, তাতে আমরাও জড়িত, কারণ তা আমাদের প্রভাবিত করে... বাংলাদেশের মানুষ যেভাবে নির্ধারণ করবে নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সেভাবেই হওয়া উচিত।'

তিনি বলেন, 'অবশ্যই, আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সেখানে আমাদের একটি হাইকমিশন আছে... আমরা আশা করি- সেখানে শান্তি থাকবে, সহিংসতা থাকবে না এবং পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।'

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো মন্তব্য নেই বলেও জানান এই মুখপাত্র।

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে এই প্রথম ভারত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করল।

 

Comments

The Daily Star  | English

'Extremism raising its head in Bangladesh'

Threat endangers the country’s very existence, Mirza Fakhrul says

49m ago