কারিগরি সমস্যার কারণে ৪০ মিনিট দেরিতে ছাড়ল মেট্রোরেল

‘ট্র্যাকে সমস্যার কারণে মেট্রোরেল নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে ৮টা ৪০ মিনিটে চলাচল শুরু করেছে।’
মেট্রোরেল
স্টার ফাইল ফটো

ট্র্যাকে কারিগরি সমস্যার কারণে আজ সোমবার ৪০ মিনিট দেরিতে মেট্রোরেল চালু হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হয়েছে রাজধানীবাসীকে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন্স) ইফতেখার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ট্র্যাকে সমস্যার কারণে মেট্রোরেল নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে ৮টা ৪০ মিনিটে চলাচল শুরু করেছে।'

হঠাৎ করে মেট্রোরেলের কারিগরি সমস্যার কারণে অফিস, স্কুল-কলেজ ও অন্যান্য কাজে যেতে মেট্রোরেল ব্যবহার করা নগরবাসীকে ভোগান্তির মুখে পড়তে হয়।

ফেসবুক গ্রুপ 'ট্রাফিক অ্যালার্টে' দেওয়া পোস্টে মোহাম্মদ মাহমুদ নামে এক ব্যক্তি লিখেছেন, '৪০ মিনিট ধরে উত্তরার দিকের ট্রেনের জন্য অপেক্ষা করছি।'

Comments