বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলে পুরস্কার

মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ শিগগিরই ভালো খবর পাবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের তথ্য কেউ দিলে সরকার তাকে পুরস্কার দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, 'আপনি যদি আমাদের তথ্য দিতে পারেন, তাহলে আপনাকে পুরস্কার দেওয়া হবে।'

২১ বছর ধরে যারা খুনি ও খুনিদের পেছনের লোকজনকে আশ্রয় দিয়েছে তাদের মুখোশ খুলে দেওয়ারও আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, 'এই সব লোকের মুখোশ খুলে দেওয়া উচিত।'

কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রকে অত্যন্ত শক্তিশালী আইনের শাসনের দেশ হিসেবে বর্ণনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের খুনিদের আশ্রয় দেওয়া উচিত নয়।

পলাতক ৫ খুনি হলেন—খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, নুর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহউদ্দিন খান।

নুর চৌধুরী কানাডায় এবং রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রয়েছেন। শাস্তি বাস্তবায়ন করতে তাদের ফেরত চায় বাংলাদেশ।

সব খুনিদের বিচারের মুখোমুখি করা হলে সরকার খুব খুশি হবে উল্লেখ করে মোমেন বলেন, 'কিন্তু আমরা এখনো এটা করতে পারিনি। আমরা যদি পারি, আমরা অনুভব করব যে এটি একটি বড় অর্জন।'

তিনি বলেন, সরকার যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারকে অনেক চিঠি লিখেছে, যাতে খুনিদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়; এমনকি মার্কিন প্রেসিডেন্টকেও চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী।

কানাডা ও যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের ২ খুনির বাসভবনের সামনে নিয়মিত বিক্ষোভ করতে উৎসাহিত করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী শক্ত তথ্যসহ আরও গবেষণাভিত্তিক বই লেখার ওপর জোর দেন, যাতে তারা আরও তথ্য-প্রমাণ দিতে পারে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হবে। ১৯৭৫ সালের এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার পরিবারের অধিকাংশ সদস্যসহ নির্মমভাবে হত্যা করা হয়।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago