সিরাজগঞ্জে বিপৎসীমা ছাড়িয়েছে যমুনার পানি, বন্যা পরিস্থিতির অবনতি

পানি বৃদ্ধি আগামী দুই দিন আরও বাড়তে পারে।
আসামে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে উজানের ঢল বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে বলে জানিয়েছে পাউবো। ছবি: স্টার

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি বৃদ্ধি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে যমুনার পানি বিপৎসীমার উপরে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে সিরাজগঞ্জের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষ।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার দ্য ডেইলি স্টারকে বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বৃহস্পতিবার সকালে যমুনা নদীর পানি সিরাজগঞ্জের হার্ড পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, হার্ড পয়েন্টে বৃহস্পতিবার সকালে যমুনা নদীর পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে ১২ দশমিক ৯৩ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটর পানি বৃদ্ধি পেয়েছে।

এদিকে সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে ১৪ দশমিক ৭৫ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রনজিত কুমার বলেন, আসামে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে উজানের ঢল বৃদ্ধি পেয়েছে ফলে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধি আগামী দুই দিন আরও বাড়তে পারে। এর পর থেকে পানি কমতে শুরু করবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা।

এদিকে যমুনা নদীতে পানি দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের নিম্নাঞ্চল ও চরাঞ্চলের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পরেছে।

ইতোমধ্যে বিভিন্ন চর ও নিম্নাঞ্চলের মানুষের বাড়ি ঘরেও পানি প্রবেশ করেছে বলে জানা গেছে।

সিরাজগঞ্জ জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে। বন্যা কবলিত ৫ টি উপজেলায় ১৮০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে পাঠানোর জন্য সংশ্লিষ্ট উপজেলার কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police arrested former environment minister Saber Hossain Chowdhury from the capital’s Gulshan area today

1h ago