কে হবেন এবারের সেরা বাংলাবিদ, জানা যাবে আগামীকাল

দেশসেরা ৬ বাংলাবিদ। ছবি: সংগৃহীত

কে হবেন এবারের সেরা বাংলাবিদ? জানা যাবে আগামীকাল শুক্রবার, 'ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ'র পঞ্চম বর্ষের মহোৎসবে।

আগামীকাল সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে দেশসেরা ৬ বাংলাবিদকে নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মহোৎসব সরাসরি সম্প্রচার করা হবে চ্যানেল আইয়ের পর্দায় এবং ইস্পাহানি মির্জাপুরের ফেসবুক পেজে।

দেশব্যাপী ১০ মাস ধরে বাছাইপর্ব এবং স্টুডিও পর্ব শেষে ফাইনালে এসেছেন সেরা ৬ বাংলাবিদ। ফাইনালে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী জিতে নিবে যথাক্রমে ৩ লাখ ও ২ লাখ টাকার মেধাবৃত্তি।

এ ছাড়া, প্রথম ১০ জন প্রতিযোগী পাবেন ১টি ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।

এবারের ফাইনালের সেরা ৬ বাংলাবিদ হচ্ছেন—ঢাকার মনামী জামান ও এস এম রাইয়ান তাওসীফ, ময়মনসিংহের অনুশ্রী বণিক ও সাদাত আশরাফী নাইব, সিলেটের সামিরা মুকিত চৌধুরী এবং রাজশাহীর দীপায়ন সরকার।

নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননকে শাণিত করা ও বাংলাকে হৃদয়ে ধারণ করানোর উদ্দেশ্যে ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় চ্যানেল আইয়ে প্রচারিত হয়ে আসছে বাংলাবিদ প্রতিযোগিতা।

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

15h ago