দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিকেলে মোদির সঙ্গে বৈঠক

pm sheikh hasina
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফাইল ফটো

ভারতে আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাওয়া জি-২০ সম্মেলনের আগে আজ বিকেলে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী দিল্লি পৌঁছান।

দ্য ডেইলি স্টারের নয়াদিল্লি সংবাদদাতা জানান, আজ স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় সাড়ে ৫টা) মোদির সরকারি বাসভবনে তার সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।

নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০ সম্মেলনে যোগ দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে আজ সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা ভারতে পৌঁছানোর এক ঘণ্টা আগে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি বলেন, আজ সন্ধ্যায় আমি আমার বাসভবনে তিনটি দ্বিপাক্ষিক বৈঠক করব। আমি মরিশাসের প্রধানমন্ত্রী প্রাভিন্দ কুমার জগুনাথ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করব। এই বৈঠক দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার সুযোগ দেবে।

 

Comments

The Daily Star  | English

Govt should be given reasonable time for reforms: Fakhrul

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir also urged patience with the interim government

50m ago