তুরাগে নৌভ্রমণে ফ্রান্সের প্রেসিডেন্ট
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো আজ তুরাগ নদে ভ্রমণ করেছেন।
কূটনৈতিক সূত্র দ্য ডেইলি স্টারকে জানান, এটি একটি অনির্ধারিত নৌভ্রমণ ছিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠকের পর তিনি সেখানে যান।
সূত্র আরও জানায়, ফরাসি প্রেসিডেন্ট নৌভ্রমণের জন্য যে জাহাজটি ব্যবহার করেন সেটি ফ্রেন্ডশিপ এনজিওর।
গতকাল আনুষ্ঠানিক নৈশভোজের পর প্রেসিডেন্ট মাঁখো বাংলাদেশের ব্যান্ড জলের গানের স্টুডিওতে যান এবং ব্যান্ডের গীতিকার ও শিল্পীদের সঙ্গে সময় কাটান এবং তাদের গান শোনেন।
আজ সকালে মাখোঁ ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি।
নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগদানের পর ঢাকা সফরে আসেন ফরাসি প্রেসিডেন্ট।
Comments