এক বছরে প্রবাসে গেছেন ১১ লাখ বাংলাদেশি

‘জনশক্তি রপ্তানির জন্য ১৮টি দেশ এবং চীনের স্বায়িত্বশাসিত হংকংয়ের সঙ্গে চুক্তি রয়েছে বাংলাদেশের।’
ইমরান আহমদ। ছবি: সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ ১১ লাখ ২৫ হাজার ৮৩৩ জন বাংলাদেশির বৈদেশিক কর্মসংস্থান হয়েছে।

আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজমের প্রশ্নের জবাবে আজ মঙ্গলবার জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।

সংসদ সদস্য হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'জনশক্তি রপ্তানির জন্য ১৮টি দেশ এবং চীনের স্বায়িত্বশাসিত হংকংয়ের সঙ্গে চুক্তি রয়েছে বাংলাদেশের। দেশগুলো হলো—কুয়েত, কাতার, ওমান, লিবিয়া, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জর্ডান, বাহরাইন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ব্রুনাই, সিঙ্গাপুর, মরিশাস, কম্বোডিয়া, গ্রিস ও জাপান।'

ভবিষ্যতে মাল্টা, আলবেনিয়া, রোমানিয়াসহ ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে এ বিষয়ে চুক্তি সইয়ের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

Comments