পাসপোর্ট-টিকিট ছাড়াই উড়োজাহাজে শিশু: দায়িত্বরত ১০ কর্মকর্তা প্রত্যাহার

পাসপোর্ট-টিকিট ছাড়াই উড়োজাহাজে শিশু
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ফটো স্টার

পাসপোর্ট-টিকিট ছাড়াই এক শিশু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজে উঠে যাওয়ার ঘটনায় দায়িত্বরত ১০ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে এই ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

আজ বুধবার এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনি ডিঙ্গিয়ে শিশুর ফ্লাইটে উঠে যাওয়ার ঘটনায় দায়িত্বরত ১০ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনা তদন্তে ৫ সদস্যদের কমিটি গঠন করা হয়েছে।

পাসপোর্ট, টিকিট কিংবা বোর্ডিং পাস... সঙ্গে কিছু না থাকার পরও ১২ বছরের ওই শিশু বিমানবন্দরের সবধরনের নিরাপত্তা এড়িয়ে কুয়েতগামী একটি ফ্লাইটে বসতে সক্ষম হয়। মঙ্গলবার ভোররাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

জানা যায়, শিশুটি তিন দিন আগে গোপালগঞ্জের একটি মাদ্রাসা থেকে পালিয়ে এসেছে।

শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভোররাত ৩টা ১০ মিনিটে শিশুটিকে কুয়েতগামী একটি ফ্লাইটে পাওয়া যায়। শিশুটি যে সিটে বসেছিল সেই সিটের টিকিটধারী ব্যক্তি যখন আসেন তখন কেবিন ক্রুর নজরে আসে বিষয়টি। তিনি শিশুটির সঙ্গে কোনো অভিভাবককে দেখতে পাননি এবং শিশুটির কোনো টিকিট, পাসপোর্ট কিংবা বোর্ডিং পাসও খুঁজে পাননি।

এই সময় তারা ফ্লাইটে থাকা সবাইকে গুণতে শুরু করেন এবং দেখেন যে তালিকার বাইরে একজন যাত্রী সেখানে বেশি।

এই ঘটনা পাইলটকে জানানো হলে নিরাপত্তাকর্মীরা শিশুটিকে এসে নিয়ে যান।

পরে শিশুটিকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

3h ago