বিশ্ব পর্যটন দিবস

কুয়াকাটায় ৩ দিনের উৎসব শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটায় তিন দিনের উৎসব শুরু হয়েছে। পর্যটন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকছে এই উৎসবে। উৎসবের আয়োজন করছে কলাপাড়া উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভা।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বুধবার কুয়াকাটায় শুরু হয়েছে তিন দিনের উৎসব। ছবি: সোহরাব হোসেন

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটায় তিন দিনের উৎসব শুরু হয়েছে। পর্যটন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকছে এই উৎসবে। উৎসবের আয়োজন করছে কলাপাড়া উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভা।

উৎসবের অনুষ্ঠানমালার অংশ হিসেবে বুধবার সকালে কুয়াকাটায় একটি বর্ণাঢ্য রলি বের করা হয়।

র‍্যালি শেষে উম্মুক্ত মঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপত্বি করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। কুয়াকাটা পৌর মো. আনোয়ার হোসেন হাওলাদার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাসনাইন পারভেজ সভায় বক্তব্য রাখেন।

উৎসব উপলক্ষে তিন দিন ব্যাপী পর্যটন মেলা ও প্রতিদিন সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করেবন।

দিবসটি উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরে একটি র‍্যালি করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের দরবার হলে আলোচনা সভা হয়।

Comments