কুয়াকাটায় সাংবাদিককে কুপিয়ে জখম, হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

কুয়াকাটা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ। ছবি: স্টার

পটুয়াখালীর কুয়াকাটায় বাংলাভিশনের প্রতিনিধি ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মিরনকে নিজ বাড়ির সামনে কুপিয়ে আশঙ্কাজনক অবস্থায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুয়াকাটার তুলাতলী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জহিরুল ইসলাম কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক হিসেবেও কর্মরত।

স্থানীয়রা তাৎক্ষণিক ওই সাংবাদিককে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আজ সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত কিংবা আটক করতে পারেনি। পরিবারের সদস্যরাও এ হামলার কোনো কারণ জানাতে পারেননি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, 'মিরন ঢাকা থেকে বাসে ফিরছিলেন। রাত ১২টার দিকে তুলাতলী এলাকায় নিজ বাসার সামনে বাস থেকে নামলে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তার চিৎকার শুনে পরিবারের সদস্যসহ স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।'

ওসি বলেন, 'ইতোমধ্যে ফিলিং স্টেশন এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলমান আছে। আমরা এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করতে না পারলেও আশা করি দ্রুত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারব।'

এ ঘটনায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, 'মিরনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার দুই হাত, মাথায় জখম রয়েছে। এছাড়া বুকেও ছুরিকাঘাত করা হয়েছে। একজন সাংবাদিকের ওপর এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।'

এদিকে, মিরনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে কুয়াকাটা প্রেসক্লাবের আয়োজনে আজ বুধবার দুপুর ১২টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

এ কর্মসূচিতে সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও পর্যটনমুখী ব্যবসায়ী, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েকশত মানুষ অংশ নেয়।

এসময় কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক হোসাইন আমির ও সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদসহ অনেকেই বক্তব্য রাখেন।

বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মিরনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। 

এর আগে, এ ঘটনায় সকাল ১১টার দিকে কুয়াকাটা প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 
 

Comments

The Daily Star  | English
Domestic violence killing women in Bangladesh

Domestic violence in Bangladesh: When numbers speak of the silence

When we are informed that 133 women have been killed by their husbands in seven months, it is no longer just a number.

7h ago