ঢাকা কেন্দ্রীয় কারাগারে ‘বঙ্গবন্ধু প্রিজন্স কাপ’ ক্রিকেট টুর্নামেন্ট
কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাদকমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে 'বঙ্গবন্ধু প্রিজন্স কাপ-২০২৩' ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।
এ সময় আরও উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ,এস,এম আনিসুল হক, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল সুজাউর রহমান, কারা উপ-মহাপরিদর্শক এ কে এম ফজলুল হক, সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে মাশরাফি বিন মুর্তজা বিভিন্ন সংশোধনমূলক এবং মাদকবিরোধী কার্যক্রম ও কারাগারে চলমান কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বন্দিদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।
আলোচনা শেষে প্রায় ১০ হাজার বন্দিদের নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়। বন্দিদের নয়টি ও স্টাফদের নিয়ে গঠিত একটি মোট ১০টি টিম নিয়ে টুর্নামেন্টটি আয়োজন করা হয়।
Comments