গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পিকআপে আগুন

পুলিশ বহনকারী পিকআপে আগুন ধরিয়ে দিয়েছেন শ্রমিকরা। ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা দেশব্যাপী হরতালের মধ্যেই গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে পঞ্চম দিনের মতো বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

পরে শ্রমিকরা পুলিশ বহনকারী একটি পিকআপে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার বিকেল ৩টায় গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিক অসন্তোষ দমনে আসা পুলিশ বহনকারী একটি পিকআপে আগুন দিয়েছেন শ্রমিকরা। পুলিশ সদস্যরা পিকআপ থেকে নেমে যাওয়ার পর গাড়িটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। সেসময় বিক্ষুব্ধ শ্রমিকরা তাতে আগুন ধরিয়ে দেয়। 

কোনাবাড়ী থানার পরিদর্শক মহিউদ্দিন ফারুক ডেইলি স্টারকে বলেন, 'বেতন বাড়ানোর দাবিতে আজ সকাল থেকেই কোনাবাড়ীসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। পুলিশ গেলে তারা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় শ্রমিকরা একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

এসময় কোনো শ্রমিককে আটক করা হয়নি বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুরের একাধিক শ্রমিক নেতা।

 

Comments

The Daily Star  | English

RMG leaders urge rate cuts, energy fixes as US tariffs loom

Industry leaders urged the government to urgently address these domestic constraints.

41m ago