পদ্মা সেতু হয়ে চলবে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস

সুন্দরবন এক্সপ্রেস ১ নভেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে চলাচল শুরু করবে।
ফাইল ছবি

সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি পদ্মা সেতু দিয়ে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আগামী ১ নভেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে।

সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি বর্তমানে বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচল করছে।

বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (পাকশী) শাহ সুফি নুর মোহাম্মদ আজ রোববার দ্য ডেইলি স্টারকে জানান, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ১ নভেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে চলাচল শুরু করবে।

তিনি বলেন, আগামী ২ নভেম্বর পদ্মা সেতু হয়ে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস চলাচল শুরু করবে।

গত ১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

Comments